রাজশাহীরাজশাহী মহানগর

থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা আহত ৬

রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের হেল্পারসহ ৬ জন যাত্রী আহত হয়েছে।

শনিবার রাত পৌণে ১২ টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙাডোবা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হানিফ বাসের হেল্পার আব্দুল রশিদের অবস্থা আশঙ্কাজনক।বর্তমানে তাকে হাসপাতালের ৩১ নম্বর ওর্য়াডে চিকিৎসা দেওয়া হচ্ছে।বাকীদের ৩৩ ও ২ নম্বর ওর্য়াডে চিকিৎসা চলছে।

এ ঘটনায় হানিফ পরিবহনের চালক পালতক অবস্থায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই মহাসড়কে আলো স্বল্পতা রয়েছে। তারপর আবার আজ ঘন কুয়াশা পড়েছে। এরইমধ্যে রাত পৌণে ১২ টার দিকে ঢাকা মেট্রো ক ১৩১৬০৩ নম্বর যুক্ত হানিফ পরিবহনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী শহরের দিকে আসছিলো।
এসময় গাড়িটি ডিঙাডোবা মোড়ে পৌঁছালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।এরপর বাসটি ধুমরে মুচড়ে যায়।পরে গুরুত্বর অবস্থায় বাসের ভেতর থেকে চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button