রাজশাহীশিক্ষা খবর
রাজশাহীসহ সারা দেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা


নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহীসহ সারা দেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা!
আজ রোববার সকাল ১০টায় একযোগে রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন ২৬৮টি কেন্দ্রে এবং এরমধ্যে রাজশাহী জেলায় ৫২টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।এর আগে সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন এবছর এসএসসি পরীক্ষার্থী ২ লাখ ৭ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৯১৬ জন ছাত্র ও ৯৮ হাজার ৬৫২ জন ছাত্রী। অন্তত ১৫ টি ভিজিলেন্স টিম পরীক্ষায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিয়োজিত রয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে তৎপর রয়েছে প্রশাসন।