রংপুর

পরীক্ষা শুরুর আগে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রংপুরে ছয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ওয়াসিফ রায়হান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার (১৪ নভেম্বর) সকালে নগরীর কেরানিপাড়ায় কারামতিয়া মসজিদ-সংলগ্ন ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিফ রায়হান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার ছেলে এবং রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে।

পরিবারের বরাত দিয়ে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) হোসেন আলী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওয়াসিফ রায়হানের রোববার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সকাল ৭টার দিকে ছয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সে।

পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে জানা যায়নি।
সূত্র:rtvonline

আরো দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button