বিনোদন খবর

প্রায় দুই সপ্তাহ পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নাইম

বিনোদন ডেস্ক:প্রায় দুই সপ্তাহ পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা খাজা নাইম মুরাদ তথা চিত্রনায়ক নাইম। তিনি আগের চেয়ে এখন সুস্থ আছেন।

বিষয়টি জানিয়েছেন নাইমের স্ত্রী চিত্রনায়িকা শাবনাজ। ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে নাইম সুস্থভাবে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ’

তিনি আরও লেখেন, ‘এই কঠিন সময়ে আমাদের সহযোগিতা ও সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক। ’

এছাড়া শাবনাজ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে ৬ নভেম্বর রাতে নাইমের বাইপাস সার্জারি হয়। প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন চিত্রনায়ক নাঈম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা।

১৯৯৪ সালের ৫ অক্টোবর নাঈম-শাবনাজ বিয়ে করেন। বর্তমানে তারা চলচ্চিত্র থেকে দূরে থাকলেও অসংখ্য চলচ্চিত্রপ্রেমীদের কাছে এখনো তুমুল জনপ্রিয় এই জুটি।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button