নগরখবর ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধায় রাজাকার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় মারুফ হাসান(২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে মোবাইল ফোনে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে।
এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ওই ছাত্রলীগ নেতা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে রাত ১০টায় মারুফ হাসানের মোবাইল নম্বরে ফোন করে হুমকি দেন ওই চেয়ারম্যান।
অভিযুক্ত নুরুল আমিন উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। মারুফ হাসান মিরু উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক।
জানা গেছে, বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মারুফ হাসান মিরু তার নিজ ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন যে রাজাকার আব্দুল গফুরের ছেলে সাবেক শিবির নেতা নুরুল আমিনকে ইউপি নির্বাচনে সিন্দুর্না ইউনিয়নের চেয়ারম্যান পদে যেন দলীয় মনোনয়ন দেয়া না হয়।
এই স্ট্যাটাস দেয়ার পর রাত ১০টার দিকে নুরুল আমিন মারুফ হাসানের নম্বরে কল করে প্রাণ নাশের হুমকি দেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেন সিন্দুর্না ইউনিয়নে কোন রাজাকার পুত্রকে দলীয় মনোয়ন দেয়া না হয় সে নিয়ে আমি একটি স্ট্যাটাস দেই। সেই প্রেক্ষিতে সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নুরুল আমিন তার মোবাইল নম্বর থেকে আমার নম্বরে কল করে প্রাণ নাশের হুমকি দেন। আর বলেন যে ব্যাটা অবস্থা খারাপ করি দিবো। আমরা জমজ দুই ভাই। আমাকে হুমকি দেওয়ায় আমরা দুই ভাই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমিন তালিকাভ‚ক্ত কুখ্যাত রাজাকার আব্দুল গফুরের সন্তান, সে সবাই করতে পারে। যে কোন সময় আমার ও আমার পরিবারের ক্ষতি করবে। তাই আমি এর সুষ্ট বিচার চাই।
এ বিষয়ে সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, আমি তাকে হুমকি দেইনি, শুধু ফোন দিয়ে কথা বলেছি। এছাড়া আমার পরিবারের কেউ রাজাকার নয়, তালিকায় যে নাম রয়েছে তা ইডিট করা।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, nogorkhobor@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন NogorKhobor আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।