মুজিববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপি ১৪তম ব্যুত্থান জাতীয় সহ-প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে


নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মুজিববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপি ১৪তম ব্যুত্থান জাতীয় সহ-প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল ১০টায় রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন প্রাঙ্গনে এর উদ্বোধন করেন ব্যুত্থান মার্শাল আর্ট এর জনক আন্তর্জাতিক গ্রান্ড মাস্টার ড. এমএকে ইউরী বজ্রমুনী।
প্রতিযোগিতায় দেশের ২৯টি জেলা থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছে। প্রতিযোগীরা প্রথমদিনে বিভিন্ন ওজন শ্রেণির লীগভিত্তিক খেলায় অংশ নেয়। আগামিকাল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও বিকেলে সমাপনী অনুষ্ঠিত হবে।