রাজশাহীরাজশাহী মহানগর

সেনাবাহিনীর বেসামরিক পদে চাকুরী দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দুইজনকে গ্রেফতার

নগর খবর ডেস্কঃ রাজশাহীতে সেনাবাহিনীর বেসামরিক পদে চাকুরী দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃতরা হলেন, মহানগরীর চন্দ্রিমা এলাকার সাবের আলী ও তানোরের শফিকুল ইসলাম।

শনিবার দুপুরে গ্রেফতারকৃত প্রতারকদের র‌্যাব-৫ এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর কম্পানী কমান্ডার মেজর নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারী দফতরে চাকুরী দেয়ার নাম করে বহু বেকার যুবকদের সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিলো।
এ বছরের জানুয়ারীতে একই কায়দায় তিন যুবককে চাকুরী পাইয়ে দেওয়ার ফাঁদে ফেলে প্রায় ৭ লাখ টাকা আত্মসাৎ করে। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button