রাজশাহীরাজশাহী মহানগরসারা বাংলা

রাজশাহীতে ট্রেনের পাটাতন হঠাৎ খুলে যাওয়ায় আধাঘন্টা ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরগামী ট্রেনের ইঞ্জিনের সামনের অংশের পাটাতন হঠাৎ খুলে যাওয়ায় ট্রেন চলাচলা বন্ধ হয়ে যায়।

বুধবার সকাল ১০ টায় নগরভবনের সামনে দড়িখরবোনা উপশহর রোড়ের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ধীরগতিতে চলায় কোন প্রকার হতাহত ও বড় ক্ষয়ক্ষতি হয়নি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে রাজশাহী রেল স্টেশন হতে রহনপুরগামী ট্রেনটি ধীর গতিতে যাচ্ছিলো। হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিনের সামনের একটি পাটাতন খুলে পড়ে যায়। এই সময় রাস্তায় চলাচলকারী লোকজন ও রেলের গেইটম্যান চিৎকার শুরু করলে ট্রেনটি সেখানেই থামিয়ে দেয়। এতে ট্রেন চলাচল প্রায় আধাঘন্টার মত বন্ধ থাকে।

এতে রাস্তায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

ট্রেনেকর্মরত এক কর্মচারি বলেন, ট্রেনের সামনে চাকার প্রটেকশনের জন্য একটি পাটাতন ঝুলানো থাকে । সেটি হঠাৎ করে খুলে পড়ে যায়। এটা কোন বড় ঘটনা নয় বা ট্রেন চলাচলে কোন সমস্যা হবে না। পরে ট্রেনের কর্মচারিরা খুলে যাওয়া পাটাতন ট্রেনে উঠিয়ে নিয়ে পুনরায় গন্তব্যস্থলে রওনা দেয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button