জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস শুরু হবে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস শুরু হবে। বিশ্বদ্যিালয়ের অফিস সময়সূচি আগের মতো সকাল সাড়ে ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে। সবাইকে স্বাস্থবিধি মেনে সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত ৬ জানুয়ারি সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, nogorkhobor@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন NogorKhobor আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।