নওগাঁর মান্দায় ‘কৃষি কাজে প্রযুক্তি, মান্দার সমৃদ্ধি’ এই শ্লোগান নিয়ে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার (০১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি র্যালি পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক শামছুল ওয়াদুদ।
উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক টুটুলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবিহা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন প্রমূখ।
তিনদিন ব্যাপী এ মেলায় ১৩টি ষ্টল অংশ নিচ্ছে।
প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, nogorkhobor@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন NogorKhobor আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।