সারা বাংলারাজশাহী

রাজশাহীর ২০৬জন দুস্থ ও অসহায় পেল যাকাত ফান্ডের ১৩ লাখ টাকা

জৌষ্ঠ প্রতিবেদক : রাজশাহীর ২০৬ জন দুস্থ ও অসহায় মানুষ পেল যাকাত ফান্ডের ১৩ লাখ টাকা। সোমবার (২৫ এপ্রিল) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাকাত ফান্ডের টাকা বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ জালাল আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ২০২১-২২ অর্থবছরের সরকারি যাকাত ফান্ড থেকে নগরীর ২০৬ জন যাকাত গ্ৰহিতার প্রত্যেকে ৬ হাজার টাকা করে মোট ১৩ লাখ টাকা পেয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগরীর ৭৭ জন এবং ৯টি উপজেলায় ১২৯ জন দুস্থ ও অসহায় মানুষকে যাকাতের টাকা প্রদান করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button