হজের আগে ৩১ মে পর্যন্ত বিদেশিরা ওমরাহ করার সুযোগ পাবেন। শুক্রবার (৬ মে) সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশিদের জন্য ওমরাহ পালনের শেষ তারিখ ৩০ শাওয়াল নির্ধারণ করা হয়েছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ওই দিন ৩১ মে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ আবেদনের শেষ তারিখ ১৫ শাওয়াল।’ বিদেশিদের ওমরাহ ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া চলতি বছর হজ পালনের জন্য রেজিস্ট্রেশন ও তা জমা দেওয়ার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
দুই বছর পর সৌদি আরব হজ করতে ইচ্ছুকদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। গত বছর কোভিড মহামারির কারণে মাত্র ৬০ হাজার বিদেশিকে হজের অনুমতি দেওয়া হয়। এর আগের বছর এই সংখ্যা ছিল মাত্র এক হাজার। চলতি বছর ১০ লাখ মুসলমানকে হজ করার সুযোগ দেবে বলে জানিয়েছে সৌদি আরব।
প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, nogorkhobor@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন NogorKhobor আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।