রাজশাহী মহানগর

রাজশাহীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধীদের সক্ষমতা উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়োজনে ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে আইসিটি বিভাগ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) বেলা ১১টায় নগরীর নানকিং দরবার হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিসিসির প্রকল্প পরিচালক (উপ সচিব) মোহাম্মদ মনোয়ার উজ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক এ.কে.এম সরোয়ার জাহান।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সনৎ কুমার দাস।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ অলীউল আলম। মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (প্রশিক্ষণ ও উন্নয়ন) এর পরিচালক মোহাম্মদ এনামুল কবির।

সেমিনারে রাজশাহী জেলার সরকারী বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দ, বেসরকারী প্রতিষ্ঠান এবং চাকুরীদাতা প্রতিষ্ঠান ও সংগঠন, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবন্ধী এবং তাদের অভিভাবকবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button