রাজশাহী মহানগর

রাজশাহীতে সড়ক পরিবহন শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ইতিহাস কথা বলে বঙ্গবন্ধুর ডাকে প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগরে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার আয়োজনে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে এই আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের রাজশাহী মহানগর শাখার সভাপতি হাসিবুল আলম রজন, সাধারণ সম্পাদক সাহেব আলী সাহেদ, কাযর্করি সভাপতি হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মেরাজ, প্রচার সম্পাদক মজনু শাহ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্যান্ড পার্টিসহ আনন্দমূখর পরিবেশে সকাল ১০ টায় রেলওয়ে স্টেশনে শুরু হয়ে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা ১২ টায় শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক ও মাজার জিয়ারত করেন শ্রমিক লীগের নেতা কর্মীরা।
সব শেষে কার্যালয়ে ফিরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button