শিক্ষা খবর

এমপিওভুক্ত হতে আপিল করা স্কুল-কলেজের শুনানি শুরু ২ আগস্ট

এমপিওভুক্তির আবেদন করেও নির্বাচিত হতে না পারা স্কুল-কলেজগুলোর করা আপিলের শুনানি আগামী ২ আগস্ট থেকে শুরু হবে। আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে এসব প্রতিষ্ঠানের আপিলের শুনানি। এ তিনদিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আপিল করা প্রতিষ্ঠানগুলোর বক্তব্য শুনবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

সম্প্রতি ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে সরকার। এ তালিকায় ২ হাজার ৫১টি স্কুল কলেজ এবং ৬৬৫টি মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমপিওভুক্তির আবেদন করে অনেক প্রতিষ্ঠান নির্বাচিত হতে পারেনি। এমপিওর আবেদন করেও নির্বাচিত না হওয়া ২ হাজার ৫৬১টি স্কুল কলেজকে আপিল করার সুযোগ দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত ২১ জুলাই পর্যন্ত বিভাগের সচিব বরাবর আপিল আবেদন করতে পেরেছেন স্কুল-কলেজগুলো।

মন্ত্রণালয় বলছে, এমপিওভুক্ত হতে না পারা প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া আবেদন ও আপিলকারীদের শুনানি গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আপিল করা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের বক্তব্য শুনানি হবে। ৩ আগস্ট (বুধবার) সকাল ১০টায় একই ভেন্যুতে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের আপিল করা প্রতিষ্ঠানগুলোর শুনানি হবে। আর ৪ আগস্ট (বৃহস্পতিবার) রংপুর ও বরিশাল বিভাগের আপিল করা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের শুনানি গ্রহণ করা হবে। শুনানিতে মাধ্যমিক ও সমমানের শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক উপস্তিত থাকবেন।

তাই, আপিল করা স্কুল-কলেজগুলোর প্রধানদের নির্ধারিত দিনে নির্ধারিত সময় কাগজপত্রসহ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আপিল শুনানিতে উপস্থিত থাকতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

 

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button