রাজশাহীতে পদ্মা খেলাঘর আসরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: গত ২০ অক্টোবর পদ্মা খেলাঘর আসর তার প্রতিষ্ঠার ১৩ বছর পুর্ণ করেছে । সে উপলক্ষে শুক্রবার স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর তালাইমারী শহিদ মিনারে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই গান ও নাচ পরিবেশনের মধ্যে দিয়ে পদ্মা খেলাঘর আসরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে খেলাঘর আসরের শিশু শিল্পীরা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ, একাত্তরের বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ আব্দুস সালাম, রাজশাহী সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র- ১ মোঃ সরিফুল ইসলাম বাবু, রাজশাহী খেলাঘর আসরের সভাপতি ডা. এফ. এম. এ. জাহিদ, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী ওয়াই এম স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ সহ টাংগাইল জেলার প্রগতি লেখক সংঘের সাংগঠনিক সম্পাদক আলী রেজা প্রমুখ।
অনুষ্ঠানে পদ্মা খেলাঘর আসরের উদ্দেশ্য ও কাজ নিয়ে বক্তারা স্বাগত বক্তব্য রাখেন। এবং খেলাঘর আসরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে সাংস্কৃতিক আয়োজন শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।