স্বদেশবাণীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের ফুলেল শুভেচ্ছা


রাজশাহী থেকে প্রচারিত জনপ্রিয় নিউজ পোর্টাল স্বদেশবাণীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের ফুলেল শুভেচ্ছা বিনিময়।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর একটি রেস্তোরাঁয় প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া শেষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের আহ্বায়ক তোফায়েল হোসেন, সদস্য সচিব জাহিদ হাসান সাব্বির, যুগ্ম সদস্য সচিব ইমরান আলী আদর, সদস্য সৌমেন মোন্ডল, সদস্য জয় খ্রিষ্টফার বিশ্বাস, সদস্য মৃদুল ইসলাম, সদস্য রুমানা ইসলাম, রাজশাহী উইমেন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক রোজি ইসলাম, সামিয়া খন্দকার, মাসুমা ইসলাম, শিখা খাতুন প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে বর্তমান প্রেক্ষাপটে অনলাইন গনমাধ্যম বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের আহ্বায়ক তোফায়েল হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্বদেশবানীর প্রকাশক ও সম্পাদক কামারুজ্জামান বাদশা।