নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৬ নভেম্বর) থেকে। পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, তোমরা একাডেমিক শিক্ষা জীবনের আরেক গুরুত্বপূর্ণ ধাপ এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ। আশা রাখি, সিলেবাস অনুযায়ী তোমরা নিজেদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভালোভাবেই প্রস্তুত করেছ। তোমরা যারা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ, তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে রইলো অনেক শুভ কামনা। তোমরা ভালো ফলাফল করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবে- এই প্রত্যাশা করি।
প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, nogorkhobor@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন NogorKhobor আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।