তথ্য-প্রযুক্তি খবর

বেশি সময় কাজ করার শর্তে নারাজ কয়েক শ কর্মী, হঠাৎ বন্ধ টুইটার অফিস

টুইটারের সব অফিস সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার কর্মীদের পাঠানো এক বার্তায় তাৎক্ষণিকভাবে অফিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর করার কথা বলেছে টুইটার। আগামী সোমবার আবার অফিসগুলো চালু হবে বলে জানানো হয়েছে। খবর বিবিসির

ইলন মাস্কের দেওয়া দীর্ঘ সময় মন দিয়ে কাজ করার বাধ্যতামূলক শর্তে রাজি হওয়ার শেষ সময় ছিল গতকাল বৃহস্পতিবার। তবে এতে কয়েক শ কর্মী রাজি হননি। মাস্ক বলেছিলেন, শর্তে রাজি না হলে চাকরি ছেড়ে দিতে হবে। এরপরই অফিস বন্ধের সিদ্ধান্ত জানাল টুইটার। তবে বার্তায় হুট করে অফিস বন্ধের কোনো কারণ জানায়নি টুইটার।

কর্মীদের পাঠানো বার্তায় প্রতিষ্ঠানের স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম কিংবা অন্যত্র আলোচনা থেকে বিরত থাকার কথা বলা হয়। প্রতিষ্ঠানের নীতিমালা মেনে চলতে আহ্বান জানানো হয়।

এ বিষয়ে জানতে বিবিসি যোগাযোগ করলেও টুইটার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে মাস্ক টুইটার কর্মীদের পাঠানো ই–মেইলে দীর্ঘ সময় মন দিয়ে কাজ করতে রাজি হতে বলেছেন। নাহলে চাকরি ছেড়ে দিতে বলেছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, কর্মীদের পাঠানো এক ই–মেইলে টুইটারের নতুন মালিক বলেছেন, কর্মীরা যদি থাকতে চান, তাহলে তাঁদের এ বিষয়ে একমত হওয়া উচিত। তিনি আরও বলেন, যাঁরা গতকালের মধ্যে লিখিত সম্মতি দেবেন না, তাঁদের তিন মাসের বেতন দিয়ে ছাঁটাই করা হবে। মাস্কের এই নতুন শর্তে কয়েক শ কর্মী রাজি হননি। এরই মধ্যে আজ টুইটারের অফিসগুলো সাময়িক বন্ধ রাখার ঘোষণা এল। চলতি মাসের শুরুর দিকে টুইটার জানিয়েছিল, কোম্পানিটি তার শ্রমশক্তির প্রায় অর্ধেক ছাঁটাই করবে। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার পর গত মাসে কোম্পানিটির প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। এরপর ছাঁটাইসহ বিভিন্ন ইস্যুতে কোম্পানিটিতে চরম অস্থিরতা চলছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button