আবহাওয়া খবর
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় ১২.২


উত্তরের হিমেল হাওয়ায় দ্রুতই তাপমাত্রার পারদ নিচে নামছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সোমবার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া গত কয়েক দিনে জেলায় গড়ে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করেছে।
স্থানীয়রা বলছেন, দিনে সহনীয় তাপমাত্রা থাকলেও রাত থেকেই তা অর্ধেকে নেমে আসছে।
শহরের কায়েতপাড়া মহল্লার আলামিন, শিংপাড়া গ্রামের হাছান আলী সময় সংবাদকে জানান, রাতে বাতাসের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। মোটা কাপড় পরে বাহিরে যেতে হচ্ছে।
গত কয়েক দিনের গড় তাপমাত্রা যেভাবে হ্রাস পাচ্ছে, তাতে এবারের শীত বাড়বে বলে জানিয়েছেন তেঁতুলিয়া উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ।
তিনি জানান, কয়েক দিন থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাত থেকে ভোর পর্যন্ত হিমেল হাওয়ার কারণে ঠান্ডা বেড়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।