চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে পাটের গুদামে আগুন, ১৪ লক্ষ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ শত মণ পাট পুড়ে ছাই ও প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া মধ্যপাড়া এলাকার মৃত কুড়ান আলীর ছেলে মো: জালাল উদ্দীনের বাড়ি সংলগ্ন পাটের গুদামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার ৩ ডিসেম্বর বিকেল ৪ টায় বাড়ির ছাদে রক্ষিত শুকনো পাটে হঠাত আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিস এসে দীর্ঘ ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে প্রায় ৫ শত মণ পাট পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান গুদাম মালিক মো: জালাল উদ্দীন।

তিনি বলেন, বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ থাকায় সব টাকা দিয়ে পাট কিনে রেখেছিলাম কিছু লাভের আশায়। কিন্তু লাভ তো দূরের কথা, পুঁজি সহ সব পাট পুড়ে ছাই হয়ে গেলো। এখন আমি সম্বলহারা হয়ে গেলাম।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে মো: জালাল উদ্দীন ও তার ভাই হযরত আলী বলেন, যেহেতু ছাদের উপরে আগুন লেগেছে, আমরা কিছুই বলতে পারছিনা কি থেকে এই আগুনের সূত্রপাত ।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: আরিফুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে জানা ছিল না, আপনার কাছ থেকেই জানলাম। যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button