রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা বাস্তবায়ন ও জনগণকে জনসভার বিষয়ে উদ্বুদ্ধ করতে পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টায় পুঠিয়া পি.এন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে উন্নয়ন। শেখ হাসিনা মানে মানবতার মা। বিএনপি শুধু মুখে মুখে বানী দেয়া যার বাস্তবায়ন কখনো হয়নি। কিন্তু মানবতার মা শেখ হাসিনা বানী দেন না। তিনি কাজ করে সকল অসম্ববকে সম্ভব করে যাচ্ছে।

মেয়র লিটন আরো বলেন, আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিল তারেক জিয়া। লন্ডনে বসে তারেক জিয়া আওয়ামী লীগ সরকাকে কীভাবে উৎখাত করা যায়, সেই ষড়যন্ত্র করছে। তারেক জিয়ার ষড়যন্ত্র কখনো সফল হবে না। আমরা ষড়যন্ত্রকে ভয় পাই না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছি, প্রধানমন্ত্রীর উন্নয়নের সঙ্গে আছি। ২৯ জানুয়ারি ঐতিহাসিক মাদ্রাসে মাঠের জনসভায় দলে দলে যোগ গিয়ে সেটি প্রমাণ করবো। সেদিন শুধু মাদ্রাসা মাঠ নয়, পুরো শহর লোকে লোকারণ্যে পরিণত হবে।

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সদস্য বেগম আকতার জাহান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, পুঠিয়া দূর্গাপুরের সংসদ সদস্য প্রফেসর ডা: মনসুর রহমান, পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শাহারিয়ার রহিম কনকসহ স্থানীয় উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button