রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আগমনে রাজশাহী মহানগর শ্রমিক লীগের সৌজন্য সাক্ষাত


নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নূর-কুতুব আলম মান্নান রাজশাহীতে আগমন করেন। তিনি ভারপ্রাপ্ত সভাপতি পদ পাওয়ায় এই প্রথম রাজশাহীতে আসেন। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেইন গেটের সামনে রাজশাহী মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি ওয়ালি খান, সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, যুগ্ন-সাধারণ সম্পাদক শরিফ আলী, সাংগঠনিক সম্পাদক হাজী কাবাতুল্লাহ, প্রচার সম্পাদক শামীম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সহ-অর্থ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মী। সৌজন্য সাক্ষাত শেষ তিনি শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু’র মৃত্যুজনিত কারণে সভাপতির পদটি শূন্য হওয়ায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. নূর কুতুব আলম মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।