সারা বাংলানারায়ণগঞ্জ

নির্যাতনের পর তিন শিশুর চুল কেটে দিলেন পৌর মেয়র!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইজিং মিলের মেশিনের নাট-বল্টু চুরির অভিযোগে তিন শিশুকে নির্যাতনের পর চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদারের বিরুদ্ধে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিশুদের বাড়িও স্থানীয় রামদন্দ্রদী গ্রামে। তাদের দুজনের বয়স ৮ বছর এবং অপরজনের বয়স ১০ বছর। তারা প্রত্যেকেই স্থানীয় মক্তবের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশু তিনটি স্থানীয় মাদ্রাসার মক্তব থেকে ফিরছিল। পথিমধ্যে গোপালদী পৌর মেয়র হালিম সিকদারের মালিকাধীন সিকদার সাইজিংয়ের সামনে পড়ে থাকা কয়েকটি নাটবল্টু কুড়িয়ে সেগুলো নিয়ে খেলছিল। এ সময় নাটবল্টু চুরির অভিযোগে তাদের আটক করেন মিলের কর্মচারীরা এবং দুইঘণ্টা আটকে রেখে তাদের বেধড়ক পেটায়। পরে ওই তিন শিশুকে স্থানীয় রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে নিয়ে প্রকাশ্যে তাদের মাথার চুল কেটে দেয়া হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে নির্যাতনকারীরা ক্ষমতাবান হওয়ায় কেউ কিছু বলতে পারেননি।

নির্যাতনের শিকার এক শিশুর বাবা বলেন, ‘তারা ক্ষমতাবান। কোনো কারণ ছাড়াই আমার ছেলেসহ তিন শিশুকে নির্যাতন করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।’

শিশু নির্যাতন ও মারধরের ঘটনা স্বীকার করেছেন গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার। তিনি বলেন, এরা পেশাদার চোর। অতীতেও তারা চুরি করেছে। তাই তাদের চুল কেটে দিয়েছি।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button