রাবিতে ‘স্বজন’ এর বার্ষিক সভা ও নতুন কমিটি ঘোষণা


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘স্বজন’-এর ২০২৩বর্ষের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ১৭-১৮ সেশনের নুরনবী ইসলামকে সভাপতি ও রাষ্টবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের মোছা:সাথী আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১১ফেব্রুয়ারী) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র- শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন উপ-উপাচার্য প্রফেসর সুলতান -উল- আলম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ১ মো রাজু আহমেদ, সহ-সভাপতি২ মোঃ রিদয় হোসাইন , সহ-সভাপতি ৩ মোছাঃ সাথী আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক ২সৌরভ দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ২চৈতী রাণী দাস, অর্থ সম্পাদক মহিমা ইসলাম হিমি, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ আব্দুল,খালেক, দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ, যুগ্ম দপ্তর সম্পাদক রাশিয়া আক্তার, যুগ্ম দপ্তর সম্পাদক ২ মোঃ আবু মুসা, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম প্রচার সম্পাদক সোহেল তানভির, শিক্ষা ও গবেষণা সম্পাদক মুনসেফ আলী, যুগ্ম শিক্ষা গবেষণা সম্পাদক মোঃ ইমরান হাসান , ছাত্র কল্যাণ সম্পাদক মোছাঃ খাদিজা আক্তার, যুগ্ম ছাত্র কল্যাণ সম্পাদক সুদীপ্ত কুমার সরকার,রোগীকল্যাণ সম্পাদক খাদিজা আক্তার সুমি, যুগ্ম রোগীকল্যাণ সম্পাদক ম্যাং চ্যাং ম্রো।
স্বজন কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সভাপতি মো: ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর সুলতান -উল- ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর হুমায়ুন কবীর, সাবেক উপ-উপাচার্য প্রফেসর চচৌধুরী সারওয়ার জাহান, প্রক্টর আসাবুল হক,ছাত্র উপদেষ্টা তারেক নূর। এছাড়াও অনুষ্ঠানে স্বজনের কেন্দ্রীয় ও রাবি শাখার কার্যকরি পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘স্বজন’ কেন্দ্রীয় কার্যকারী পরিষদ ২০০২ সালের ১২ই অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে।