আবহাওয়া খবর

শীতের বিদায় ঘণ্টা

বাংলাদেশের ওপর দিয়ে চলতি মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে। এটি অব্যাহত থাকলে আগামী সাত দিনের মধ্যেই বিদায় নিচ্ছে শীত।

গত কয়েক দিনের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে  দেশের অধিকাংশ অঞ্চল থেকে শীতের আবহ বিদায় নেবে। এরপর ক্রমান্বয়ে বাড়তে থাকবে তাপমাত্রা, বিদায় নিবে শীত।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর বেশি তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে সামান্য বেশি।

 

আরো দেখুন
Back to top button