রাজনীতি খবররাজশাহী মহানগর

উষ্ণ অভ্যর্থনায় নগর যুবলীগের সভাপতি পদ-প্রার্থী তৌরিদ আল মাসুদ রনিকে স্বাগত জানালেন নেতাকর্মীরা

রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি পদ-প্রত্যাশী তৌরিদ আল মাসুদ রনি কেন্দ্রে জীবনবৃত্তান্ত প্রদান শেষে রাজশাহী বিমানবন্দরে পৌছালে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনায় তাকে স্বাগত জানায়।

এ উপলক্ষে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় স্থানীয় কর্মী-সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য মোটরবাইক শো-ডাউন করে নেতাকর্মীরা বিমানবন্দর চত্বরে এসে উপস্থিত হয়।

রাজশাহী পৌছে মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র, আমাদের অভিভাবক গনমানুষের নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাইয়ের অনুমতি নিয়ে আমি আমার জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সেলে জমা দিয়েছি। আমি আশাবাদী যে, আসন্ন রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলনে আমি আমার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবো। আর সেই জন্য আমি সকলের কাছে দোয়া চায়।

এর আগে বিমানবন্দরে অপেক্ষমান নেতাকর্মীরা আসন্ন রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলনে নিজেদের প্রত্যাশাব্যক্ত করে বলেন, আগামীতে রাজশাহী মহানগর যুবলীগকে সু-সংগঠিত করতে রনি ভাইকেই আমরা সমর্থন করছি। আমরা রনি ভাইকেই মহানগর যুবলীগের মূল নেতৃত্বে দেখতে চায়।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হাসান খান নিখিল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে, রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে শুধুমাত্র সভাপতি/সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button