সারা বাংলা

স্মার্ট টিকিটিংএ পশ্চিমাঞ্চল রেলে যোগ হলো ৪৫ পিওএস মেশিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়েকে ডিজিটালাইজড করার পাশাপাশি স্মার্ট রেলওয়ে বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রাণালয়ের উদ্যোগে আজ থেকে পশ্চিমাঞ্চল রেলে যোগ হলো পিওএস মেশিনের ব্যবহার। প্রাথমিকভাবে ৪৫টি পিওএস মেশিনের মাধ্যমে শুরু হলো এই কার্যক্রম।

আজ সোমবার (১৯ মার্চ) দুপুরে পশ্চিমাঞ্চল রেলকে আধুনিক ও স্মার্ট করতে পশ্চিম রেলের ৪৫ জন টিটিই’র হাতে এই পিওএস মেশিন হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, পস মেশিন ব্যবহারে বিনা টিকিটে রেলভ্রমণ প্রতিরোধ, রাজস্ব আয় বৃদ্ধি ও চেকিংকালে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পেমেন্ট ও রিপোর্ট তৈরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, যাত্রীদের সাথে ভুল বুঝাবুঝির সমাধান হবে ও কাজে স্বচ্ছতা আসবে। এতে টিকিট বিক্রি বাড়বে এবং সময় অপচয় কম হবে।

এর আগে ৪৮ জন টিটিই কে এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button