রাজশাহী
বাগমারায় ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১


রাজশাহীর বাগমারায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিলন হোসেন (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ শনিবার (১ এপ্রিল) সকাল ১১ টায় শিকদারি- আত্রাই রোডে (ছোট সাকোঁয়া পার্শ্ববর্তী) এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন হোসেন ছোট সাকোঁয়া গ্রামের বাহাদুরের মেজো ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১১ টায় শিকদারি বাজারের সামনে দিয়ে সজোরে এবং উশৃংখল গাড়ি নিয়ে যেতে দেখা যায়। কিছুক্ষণ পর সামনে আসতে থাকা ট্রাক টিকে সজোরে আঘাত করে বাইক টি। সেখানেই মারা যায় “মিলন”। এ ঘটনায় ট্রাক ড্রাইভার এর উপর ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
বাগমারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো রকম অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে নিশ্চয় এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।