কৌশলে নারীদের যৌন হয়রানির অভিযোগে এক বৃদ্ধ ভিক্ষুক গ্রেপ্তার

রাজশাহীতে রাস্তায় চলাচলকরী নারীদের অভিনব কায়দায় যৌন হয়রানিকারী বৃদ্ধ বুলুকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ বুলু নামের ওই বৃদ্ধাকে আটক করে।

 

ভিক্ষার নামে মহানগরীর ব্যস্ততম এলাকা আরডিএ মার্কেটসহ বিভিন্ন জায়গায় এই বৃদ্ধকে নারীদের স্পর্ষ করে অশ্লীল কাজটি করতে দেখা গেছে। এতে করে সামাজিক যোগাযোগ মধ্যমে বইছে সমালোচনা ঝড়।

অভিনব কায়দায় ভিক্ষার নামে বৃদ্ধের যৌনহয়রানির বিষয়টি সাইফুল ইসলাম দুলাল নামের এক যুবকের চোখে পড়ে। এরপরই গোপনে একটি ভিডিও ধারণ করে তার কু-কর্ম।

গতকাল রোববার সন্ধ্যার দিকে ফেসবুকে পোস্ট দেন তিনি। এসময় সাইফুল ইসলাম দুলাল নামের ওই যুবকের লেখাটি হুবহু জন্য তুলে ধরা হলো।

বৃদ্ধ বুলুকে আটক করার বিষয়টিছে নিশ্চিত করেছে পুলিশ। বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, আটক বুলুকে এখনো জিজ্ঞাবাদ শুরু হয়নি। তবে প্রাথমিক তথ্য পাওয়া গেছে সে স্বচ্ছল। তবে বৃদ্ধ। হাঁটতে চলতে অন্যকে ধরেন। মানসিক প্রতিবন্ধীর কোনো তথ্য মেলেনি। স্ত্রীসহ দুই সন্তান রয়েছে। শাহমখদুম কলেজের পেছনে একটি বাসায় ভাড়া থাকেন পরিবার নিয়ে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button