f
শিক্ষাঙ্গন

আশ্বাসে অনশন প্রত্যাহার, সচিবালয়ের সামনের সড়ক ছাড়লেন জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা মন্ত্রণালয় থেকে আশ্বাস পাওয়ার পর তাদের অনশন প্রত্যাহার করেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তারা সচিবালয়ের সামনে সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব জানান, মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গিকার পাওয়ার পর তারা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করেছেন।

এর আগে, বিকাল ৪টায় শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। বেলা পৌনে ৫টার দিকে তারা সচিবালয়ের সামনে পৌঁছান। অনশনরত অসুস্থ শিক্ষার্থীরা স্যালাইনের স্ট্যান্ডসহ রিকশায় চেপে পদযাত্রায় অংশ নেন। এই পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সংবাদ সম্মেলনে একেএম রাকিব বলেন, আগামী বুধবার মন্ত্রণালয়ের সাথে একটি মিটিং হবে। ওই মিটিংয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষরিত হবে বলে তারা লিখিত প্রতিশ্রুতি পেয়েছেন। এছাড়া, বাণী ভবন ও হাবিবুর রহমান হলে অস্থায়ী স্টিল বেজড ভবন নির্মাণেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ৭০ শতাংশ শিক্ষার্থীদের ভাতা দেওয়ার বিষয়েও যাচাই ও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এসব আশ্বাসে সন্তুষ্ট হয়ে তারা অনশন প্রত্যাহার করেন।

Back to top button