নওগাঁ

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু: এলাকাবাসীর বিক্ষোভ

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাওহিদ নামে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দোগাছি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা ১১টার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন।

নিহত ওই শিশু সদর উপজেলার দোগাছি গ্রামের রাসেল শেখের ছেলে। সে পাশের সান্তাহার এইচএম একাডেমীতে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানান, গতকাল দোগাছী কারিগর পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন রিপ্লেসের কাজ করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। এসময় তাদের অবহেলায় খুটি থেকে একটি তার পাশের ধানক্ষেত পর্যন্ত ঝুলে থাকে। সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিল ওই শিশু। এসময় ধানের ক্ষেতে কয়েকটি মাছ ভেসে থাকতে দেখে ধরতে গেলে পানিতে বিদ্যুতায়িত হয়ে থাকলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা ১১টার দিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে দোষিদের বিচার দাবি করেন। কয়েকঘণ্টা পরে বিদ্যুৎ অফিসের বিচারের আশ্বাসে সড়ক ছাড়েন এলাকাবাসী।

Back to top button