f
জাতীয়

নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার।

সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুন নিযুক্ত হয়েছেন।

আজ বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ ছাত্র সংগঠনটির ঘোষণা দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের আহ্বায়ক হিসেবে আবদুল কাদের, সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা হৃদি দায়িত্ব পেয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার।

Back to top button