f
বিদেশি

পোষ্য বাজপাখিদের জন্য কিনে ফেললেন বিমানের ৮০টি টিকিট, তুঘলকি কাণ্ড যুবরাজের

প্রিয় পাখিগুলি যাতে আরামে ভ্রমণ করতে পারে তার জন্য সৌদি প্রিন্স ৮০টি সিট বুক করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে বিমানের সিটে বসে রয়েছে পাখিগুলি। তাদের মাথায় আবার হুড লাগানো

সৌদি আরব-সহ আরব সাগরের তীরবর্তী অধিকাংশ দেশেই বাজপাখি পোষা অত্যন্ত জনপ্রিয় সংস্কৃতি। বাজপাখি নিয়ে খেলা দেখানো তো রয়েইছে, পেষ্যোকে নিয়ে ধনী সেখদের আদিখ্যেতা মাঝে মধ্যেই খবর হয়ে যায়। এমনই এক সেখ করে বসলেন এক আজব কাণ্ড। তাঁর বাড়িতে পোষা ৮০টি বাজপাখির জন্য কিনে ফেললেন বিমানের আশিটি টিকিট। এরকমই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ওইসব ছবি বেশ পুরনো বলেই জানা যাচ্ছে।

Back to top button