f
আন্তর্জাতিক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র রণধীর জয়সওয়াল

নগর খবর ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রবীণ ‘ইন্ডিয়ান ফরেন সার্ভিস’ বা আইএফএস অফিসার রণধীর জয়সওয়াল। এই পদে অরিন্দম বাগচীর স্থলাভিষিক্ত হলেন ১৯৯৮ ব্যাচের এই আইএফএস অফিসার।

বুধবার (৩ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

উত্তরসূরির হাতে দায়িত্ব তুলে দেন অরিন্দম বাগচী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে বার্তাও দিয়েছেন তিনি।

গত ২৯ ডিসেম্বর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগচী জানিয়েছিলেন, বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে সেটিই তার শেষ সাংবাদিক সম্মেলন। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। মন্ত্রণালয়ে তারপরে কে এই কাজ এগিয়ে নিয়ে যাবেন? সে প্রসঙ্গে রণধীর জয়সওয়ালের নামও বলেছিলেন তিনি।

এদিকে, জেনেভায় জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন অরিন্দম বাগচী

Back to top button