f
জাতীয়

শান্তির দেশ গঠনে সেনাপ্রধানের আহ্বান: ‘হানাহানি-বিদ্বেষ চাই না’

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “আমরা হানাহানি-বিদ্বেষ চাই না, বরং একটি শান্তির দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ।” তিনি আজ রবিবার রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

জেনারেল ওয়াকার বলেন, “বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এখানে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। আমাদের লক্ষ্য হিংসা-বিদ্বেষ মুক্ত একটি সমাজ গঠন করা। আমরা চাই, সবাই একসঙ্গে সুন্দরভাবে বসবাস করুক।”

তিনি আরও উল্লেখ করেন, “আজকের এই অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উদাহরণ। এখানে সম্প্রীতির সমাবেশ ঘটেছে। আমরা বুদ্ধের নীতি অনুসারে দেশকে গড়ে তুলতে চাই এবং সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি।”

পার্বত্য চট্টগ্রামে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করে সেনাপ্রধান বলেন, “আমরা চাই পার্বত্য চট্টগ্রামে শান্তিশৃঙ্খলা বজায় থাকুক। সেখানে শান্তি বজায় রাখতে সেনাবাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।”

Back to top button