সাকিবের ব্যাটিং না করা নিয়ে যা ভাবছে রংপুর
নগর খবর ডেস্ক : সাকিব আল হাসান মাঠে আছেন, অথচ ব্যাট করছেন না। এমনটা আগে কখনো দেখেনি ক্রিকেটভক্তরা। অতীত ঘেটে এমন নজির খুঁজে পাওয়া যায় না, তবে সেই সাকিব এবার বিপিএলে ব্যাট হাতেই নামছেন না। গত কয়েক মাস ধরেই চোখের সমস্যায় ভুগছেন এই টাইগার অধিনায়ক। যে কারণে ব্যাটিংয়ে নামলে, তার দৃষ্টি নাকি অনেকটা ঝাপসা হয়ে আসে এবং বল দেখতেও কষ্ট হয়।
তাই গত কয়েক ম্যাচে বোলিং করলেও, ব্যাট হাতে নামছেন না সাকিব। আগের ম্যাচে ৮ উইকেট পড়ার পরও রংপুর রাইডার্সের হয়ে তিনি ব্যাটিংয়ে আসেননি। যদিও শেষ উইকেটে তাকে বাধ্যতামূলকভাবে নামতেই হতো। আজও বিপিএলের ম্যাচে কুমিল্লার বিপক্ষে ব্যাট হাতে নামতে দেখা যায়নি সাকিবকে। অথচ প্রায় শুরু থেকেই তিনি হেলমেট ও ব্যাট-প্যাড নিয়ে প্রস্তুত ছিলেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি বলেন, ‘সাকিব ভাই বিশ্বসেরা অলরাউন্ডার। উনি এখনও অলরাউন্ডারই আছেন। কিন্তু উনি একটু চোখের সমস্যায় ভুগছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে, আমাদের দলের জন্য মাঠে তার উপস্থিত থাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
আগের ম্যাচেও ব্যাড-প্যাড পরে বসে থাকলেও নামেননি সাকিব। এমন প্রশ্নের উত্তরে সোহান বলেন, ‘পরিকল্পনা ওই রকম ছিল আমাদের যদি দুইটা দ্রুত উইকেট যায়, তাহলে সাকিব ভাইকে নামাতে হতো। মূলত লেফট-রাইট কম্বিনেশনের জন্য এই পরিকল্পনাটা করা হয়েছিল।’
ব্যাটিংয়ে ফেরার জন্য সাকিব মরিয়া হয়ে অনুশীলন করছেন। আসরের শেষদিকে তাকে পুরোদমে ব্যাটিংয়ে দেখা যাবে বলে আশা সোহানের, ‘উনি দলের সঙ্গে অনুশীলন করছেন। অনুশীলন করছে নিজে নিজেওন। ইভেনচুয়ালি অফ-ডেতেও অনুশীলন করছেন। ওই ব্যাটিং থেকে যে আত্মবিশ্বাসটা রয়েছে এবং চোখের যে সমস্যাটা আছে– আমার কাছে মনে হয়, এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরোদমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পাব।’