কর পরিশোধের ‘এ চালান’ নিয়ে বিপাকে করদাতারা
আয়কর পরিশোধে ‘অটোমেটেড চালান’ বা ‘এ চালান’ নিয়ে ধূম্রজাল কাটছে না। এ বছর চালু হওয়া নতুন আয়কর আইনের আওতায় এ চালানের মাধ্যমে ব্যক্তিশ্রেণির করদাতার কর পরিশোধের বাধ্যবাধকতা আছে। চলতি বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে আয়কর নির্দেশিকা তৈরি করেছে, তাতে এমন বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে তেমন প্রচারণা না থাকায় বিপাকে পড়েছেন করদাতারা। অনেকেই এ চালানের বিষয়ে জানেন না। আবার ‘এ চালান’ কীভাবে করতে হয়, অনেকে তা–ও জানেন না।
তবে গতকাল রোববার রাজধানীর প্রেসক্লাব, তোপখানা, সেগুনবাগিচা এলাকার কর অঞ্চল-১, কর অঞ্চল-৭, কর অঞ্চল-৮, কর অঞ্চল-১১ ও কর অঞ্চল-৫ সরেজমিনে ঘুরে দেখা গেছে, মাঠপর্যায়ের কর কর্মকর্তারা এ চালানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখাচ্ছেন। কোনো করদাতা যদি রিটার্ন জমার সময় পে অর্ডার বা অন্য কোনো চালান নিয়ে যান, তাহলে সেটাই গ্রহণ করছেন। আইনি বাধ্যবাধকতা মানতে পরে অবশ্য তা ‘এ চালানে’ রূপান্তর করা হচ্ছে।
দেখা গেছে, প্রতিটি কর অঞ্চলেই ই-রিটার্ন দাখিল বুথে এ চালান দেওয়ার ব্যবস্থা আছে। কেউ যদি পে অর্ডারও নিয়ে আসেন, তাহলে ব্যাংক বুথে গিয়ে এ চালান তৈরি করিয়ে নিতে পারবেন। এ ছাড়া কয়েকটি কর অঞ্চলের কার্যালয়ে ব্যাংকের একটি করে বুথও বসানো হয়েছে।
গতকাল দুপুরে কর অঞ্চল-১১ কার্যালয়ে গিয়ে দেখা যায়, করমেলার মতো করে পরিপাটিভাবে সাজানো রিটার্ন বুথ, তথ্যসেবাকেন্দ্র, ই-রিটার্ন জমা বুথসহ সব ধরনের কর সেবার ব্যবস্থা আছে। তবে তেমন ভিড় দেখা যায়নি।