f
রাজশাহীরাজশাহী মহানগর

বাসাসে’র ফ্যামিলি ডে অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) রাজশাহী মহানগর শাখার ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহী গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়।

বাসাস রাজশাহী মহানগর শাখার আয়োজিত ফ্যামিলি ডে উপলক্ষে পার্কটিতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিক ও তাদের পরিবারের শত শত সদস্যরা অংশ নেয়।

শীতের আমেজকে আমন্ত্রণ জানিয়ে শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন ধরনের ক্রিড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। চোখ বেঁধে হাড়িভাঙ্গা, মেয়েদের বালিশ খেলা সহ গ্রাম বাংলার নানান খেলায় অংশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা।

সাংবাদিকদের ফ্যামিলি ডে অনুষ্ঠানে বাসাস সভাপতি গুলবার আলী জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -১ আসনের মননোয়ন প্রত্যাশী ও নিক্সন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক

এডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেক। এসময় তিনি বলেন,দেশের যেকোনো পরিস্থিতিতে সাংবাদিকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাসাস প্রতিষ্ঠাতা রফিক আলম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক

মো: সাইফুল ইসলাম হীরক, বাসাস সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকিসহ অনন্য নেতৃবৃন্দ।

Back to top button