f
রাজশাহী

ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক :পবা উপজেলার ৬নং হরিয়ান ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে সংগঠনিকভাবে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করতে এক আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় কিসমত কুখন্ডী রফিকের মোড়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন মতিহার থানা ছাত্রদলের সদস্য, মাসুদ রানা মিঠুন

৩ নং হরিয়ান ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি, বাচ্চু মন্ডলের সভাপত্বিতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৬ নং হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মজিবুর রহমান,যুগ্ন আহ্বায়ক মুকবুল হোসেন মুকুল, যুগ্নআহ্বায়ক হাবিব, বাবু, সাধু, হরিয়ান ইউনিয়ানের সাবেক সাধারন সম্পাদক আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুবদলের সদস্য মিলন,সাবেক মেম্বার আক্কাস আলী,পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের বর্তমান ও সাবেক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ৫ই আগস্ট দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ ঘোষণা করেছে। সমাবেশ সফল করার লক্ষ্যে ৩নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা” ওয়ার্ড পর্যায়ের প্রত্যেক নাগরিকের কাছে ৩১ দফার মূল দর্শন, লক্ষ্য ও প্রতিশ্রুতি পৌঁছে দেওয়া এবং জনগণকে রাষ্ট্র মেরামতের আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। দলের গঠনমূলক ভূমিকা, স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা এবং সংগঠনের ভিত্তিকে শক্তিশালী করতেই এই ধরনের মিলনমেলার প্রয়োজন রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে দলের কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।

Back to top button