f
রাজশাহী

ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমজমাট রাজশাহীর বৃক্ষমেলা

রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় গত ২৪ জুলাই হ‌তে শুরু হ‌য়ে‌ছে বিভাগীয় বৃক্ষ মেলা। বন বিভা‌গের আয়োজ‌নে ও জেলা প্রশাসকের সহযো‌গিতায় আয়োজিত এই মেলা‌য় ৭৪‌টি স্টল স্থান পয়েছে। এতে নার্সারী উদ্যোগক্তা, গাছ ব‌্যবসায়ী ও সৌখিন ছাদ বাগানীরা অংশগ্রহন কর‌ছেন।

প্রতিদিন ভিড় করছে ক্রতা দর্শনার্থীরা। এক জায়গায় বিভিন্ন জাতের দেশী বিদেশী ফল ফুলের চারা ও বীজ কিনতে পারছেন তারা। বেচা বিক্রিও হচ্ছে ভালো।ক্রেতা -বিক্রেতাদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। প্রতিন সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকছে মেলার প্রতিটি স্টল।

আয়োজকরা বলছেন এই মেলা বাগানী‌দের চরম উপকা‌রে আস‌বে। এখান খেকে তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের আশা এখান থে‌কে নানা ধর‌নের দেশী বি‌দেশী ফল ও ফুলগাছ সংগ্রহক‌রে প‌রিক্ষা মুলক ভা‌বে বাগান ক‌রে পরবতী‌তে সম্পুর্ন বা‌নি‌জ্যিক ভা‌বে বাগান করায় আগ্রহী হ‌বে। যেমন রাজশাহী‌র চারঘাটে বা‌নি‌জ্যিকভাবে আঙ্গুর ও বেদানা চাষ হচ্ছে। নাট‌রে গ‌ড়ে উঠে‌ছে সৌ‌দি খেজুর বাগান, আবার কিছু কিছু যায়গা‌তে রামবুটান এর চাষ হচ্ছে ।

মেলায় মিলছে বেনানা ও কা‌টিমন জাতের আম,

শরীফা আতা, বি‌ভিন্ন জা‌তের বেদানা স‌পেদা লটকনসহ নানান জাতের বাহারী ফুল।

এবারের মেলায় নজর কেড়েছে এডেনিয়াম ফুল। সফল নার্সারী উদ্যোগতা লিজা নার্সারীর মা‌লিক তাজরুল ইসলা‌মের স্টল আর ড. শওকত অন্ত ও তিন ভাই নার্সারের স্টলে মিলছে দৃষ্টিকারা নানান জাতের অ্যাডেনিয়াম। এছাড়াও দেখা‌ মিলবে জার‌বেরা, গাদা, রজনী গন্ধা ও‌ গোলাপ।

ব‌্যাসায়ীরা আশা রাজশাহী‌ডহ দে‌শের বি‌ভিন্ন বাগানীদের বাগান সৃজ‌নে আগ্রহী ক‌রে তুল‌বে এই বৃক্ষ মেলা। সেই সাথে অবদান রাখবে দেশের অর্থনিতী‌তে ।

Back to top button