জমি দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন


জমি দখল ও হুমকির অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী নগরীর কয়েরদাঁড়া মহল্লার বাসিন্দা শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর শিরোইলে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় জমি দখল ও হুমকির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম জানান, তিনি ও তার চাচা মফিজুল হাসান ১৯৮২ সালে বৈধভাবে যে সম্পত্তি ক্রয় করেন, সেটি এখনো তাদের বৈধ দখলে রয়েছে।
তিনি অভিযোগ করেন, রফিকুল ইসলাম ও তার সহযোগীরা জোরপূর্বক তাদের জমিতে প্রবেশ করে নির্মাণকাজে বাধা সৃষ্টি করছেন। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগও করা হয়েছে৷ যেটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
শফিকুল ইসলাম আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং জমি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।