f
রাজশাহী

দলিল জালিয়াতি মামলায় চারজন কারাগারে

অভিনব কায়দায় জমির দলিল জালিয়াতি মামলায় চারজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ( ০৩ জুলাই) সকালে রাজশাহী চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ জালিয়াত চক্রের সদস্যরা হাজির হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

জানা যায়, ২০২৪ সালের ২৫ মে সকাল ১১ টার দিকে মোহনপুর উপজেলার ধুরোইল মৌজায় রাজশাহী জেলার কাটাখালী পৌরসভার বাখরাবাজ এলাকার মো: মেছের আলী দেওয়ান এর ছেলে মো: আনোয়ার হোসেনের পৈত্রিক জমিতে এলাকার মো: কবিরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ভূমি দস্যু জোরপূর্বক প্রবেশ করে। এবং জমি তাদের বলে দাবি করেন। এ সময় আনোয়ার হোসেন তাদের কাছে কাগজপত্র দেখতে চাইলে তা তারা দেখাতে অস্বীকৃতি জানায়। এবং জমি বুঝিয়ে দিতে নানা প্রকার ভয় ভীতি ও হুমকি দিতে থাকে। এতে এলাকাবাসীর প্রতিবাদ করলে অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ভূমি দস্যুরা আনোয়ার হোসেনের বাবা মেসের আলী দেওয়ানকে বিবাদী করে রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বিবাদী মেসের আলী আদালতে এসে জানতে পারেন যে উক্ত মামলায় ১৯৭৫ সালের একটি দলিল আদালতে দাখিল করা হয়েছে। যার নম্বর ৩৬৩৭২/৭৫। এতে মেসের আলীর সন্দেহ হলে তিনি সদর সাব রেজিস্ট্রি অফিস হতে উক্ত দলিলের জাবেদা কপি সংগ্রহ করেন। আর এতেই বেরিয়ে আসে থলের বিড়াল। দেখা যায় দাখিলকৃত উল্লেখিত দলিলটি জেলার চারঘাট থানার রাওথা মৌজার একটি বিক্রয় কবলা দলিল। যার বিক্রেতা মো: আব্দুর রশিদ এবং ক্রেতা মো: দেছার আলী। যা বিবাদমান সম্পত্তির সাথে সম্পর্কভুক্ত নয়। অন্যের জমির দলিল জালিয়াতি মাধ্যমে নিজেদের করে মামলা দায়ের করা হয়েছিল।

বিষয়টি নিয়ে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মো: আনোয়ার হোসেন বাদী হয়ে ভূমিদস্যু কবিরুল ইসলাম সহ ৬ জনকে আসামি করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য (পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ( পিবিআই) কে নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন পিবিআই কর্মকর্তা। আজ বৃহস্পতিবার ( ৩ জুলাই) ধার্য তারিখে আদালতে উপস্থিত হলে চারজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সেই চারজন হলেন মামলার প্রধান আসামি মৃত এমাম মন্ডলের ছেলে মো: কবিরুল ইসলাম ও মো: আইদুল ইসলাম, মৃত আব্দুল আজিজের ছেলে মো: রফিকুল ইসলাম ওরফে জেনারুল এবং আব্দুল হাকিমের ছেলে মো: মোস্তাফিজুর রহমান রানা। এদিকে ঘটনার সাথে সম্পৃক্ত না থাকায় দুজনকে অব্যাহতি দেয়া হয়। তারা হলেন মৃত এমাম মন্ডলের ছেলে শফিকুল ইসলাম ও মৃত আবু বক্করের ছেলে ওহিদুল ইসলাম। আটক ও খালাসকৃতরা সকলেই জেলার মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের বাসিন্দা।

তবে জাল দলিল দিয়ে অপরের জমি দখল করতে গিয়ে নিজেরাই এখন জেল হাজতে। এমন সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Back to top button