বিক্ষোভে উত্তাল রাজশাহীর রাজপথ


রাজশাহী প্রতিনিধি : ঢাকায় মিটফোর্ড এলাকায় পাথর দিয়ে নৃশংস কায়দায় লাল চাঁদ সোহাগকে. হত্যার প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সমাবেশে নেতৃবৃন্দরা বলেন এমন হত্যাকান্ড সকল বর্বরতাকে হার মানিয়েছে। প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন এমন দৃশ্য মানুষ আর দেখতে চায়না।
এদিকে দুপুর একটায় বিক্ষোভ মিছল ও সমাবেশ করেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে
নগরীর রেলগেটে এসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা ও কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘রক্তে ভেজা আমার ভাই, খুনি তোমার রেহাই নাই’, ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’, ‘এক-দুই-তিন-চার, চাঁদাবাজ দেশছাড়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
অন্যদিকে ঢাকার চকবাজার ও খুলনার দৌলতপুরে খুনের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিকেল ৫ টায় রাবির বুদ্ধিজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
সমাবেশে যুবদল কর্মীকে হত্যার সাথে জড়িত ব্যাক্তি বিএনপির সহযোগী সংগঠনের হলেও এমন নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়। তারা বলেন, খুনীর কোন দল নেই, সে যেই হোক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য,গত ৯ জুলাই মিটফোর্ড এলাকায় সোহাগকে প্রকাশ্য দিবালোকে নৃসংশভাবে হত্যা করা হয়। দুইদিন পর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।