f
রাজশাহী

রাজশাহীতে কলেজ ছাত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার প্রতারক গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া থেকে কলেজ ছাত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার প্রতারক মুন্নাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

১৬ এপ্রিল বুধবার বেলা ৩টার দিকে পুঠিয়া থানাধীন ঝলমলিয়া এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলার আসামী মনোয়ার হোসেন মুন্না (২৮) কে আটক করা হয়।

র‌্যাব-৫ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রাজশাহী সরকারি ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত ১১ জুলাই ২০২৪ তারিখে দুপুর ৪টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন যাদুঘর মোড়স্থ নাফিসা ছাত্রীনিবাসে অবস্থানকালে মুন্না একটি জিমেইল আইডি থেকে ভিকটিমের ব্যক্তিগত জিমেইলে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি প্রদান করে।

পরে মুন্না বিভিন্ন নামে অসংখ্য জিমেইল একাউন্ট ব্যবহার করে ভিকটিমের ব্যক্তিগত জিমেইলে এডিট করা নগ্ন ছবি পাঠায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিকটিমের পরিচিতদের কাছে ছবিটি ছড়িয়ে দেয়।

এছাড়া ৩১ আগস্ট ২০২৪ তারিখে পুনরায় ভিকটিমের জিমেইলে হুমকি প্রদান করে।

এই ঘটনার পর ভিকটিম বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। র‌্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আসামীদের গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করে।

অবশেষে, র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল ১৬ এপ্রিল বুধবার বিকেল সোয়া ৩টার দিকে মুন্নাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Back to top button