রাজশাহীতে তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, জনজীবনে অস্বস্তি


মধ্য চৈত্রে পদ্মাপাড়ের শহর রাজশাহী তেতে উঠেছে। গ্রীষ্মের আগেই প্রকৃতি যেন অগ্নিমূর্তি ধারণ করেছে।
গত দুদিন ধরে রাজশাহীতে হঠাৎ করে বয়ে যাচ্ছে লু হাওয়া। শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৩টায় রাজশাহীতে তাপমাত্রার পারদ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা চলতি মৌসুমে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা।
এমন তীব্র তাপমাত্রায় জনজীবন হাঁসফাঁস করছে। অসহনীয় অস্বস্তিতে পড়েছে পশু-পাখিও। দুপুরের দিকে রাস্তা-ঘাটে মানুষের চলাচল কমে যাচ্ছে। রমজানের শেষভাগে এসে রোজাদারদের জন্য এই তাপমাত্রা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে তীব্র খরার কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে, ফলে গাছের আমের মুকুল ও আগাম গুটি শুকিয়ে ঝরে যাচ্ছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানিয়েছেন, শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৫ মার্চ বেলা তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে রাজশাহী অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অসহনীয় তাপমাত্রা অব্যাহত থাকার পাশাপাশি আরও বাড়তে পারে। সাধারণত ৩৬ থেকে ৩৮ ডিগ্রি তাপমাত্রাকে মৃদু তাপদাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি মাঝারি তাপদাহ, ৪০ থেকে ৪২ ডিগ্রি তাপদাহকে তীব্র তাপদাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে সেটিকে অতি তীব্র তাপদাহ বলা হয়।