রাজশাহীতে বৃষ্টির কারণে শীতল আবহাওয়া, যানবাহন চলাচল কমেছে


রাজশাহীতে গত দুদিন ধরে সূর্যের দেখা নেই। বৃহস্পতিবার (২০ মার্চ) আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি, যা কখনও গুঁড়িগুঁড়ি আবার কখনও মাঝারি বর্ষণের আকারে থেমে থেমে চলেছে।
মেঘমেদুর আবহাওয়ার কারণে রাজশাহীতে আবারও শীতল আবহ বিরাজ করছে। চৈত্র মাসে গরম কাপড় পরিধান করতে হচ্ছে স্থানীয়দের। গত সপ্তাহে রাজশাহী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও বর্তমানে মেঘ-বৃষ্টিময় আবহাওয়া স্বস্তি এনে দিয়েছে।
বৃষ্টির কারণে শুক্রবার দুপুরের পর থেকে সড়কে যানবাহনের চলাচল কমে যায়, ফলে বিকেলের দিকে প্রধান সড়কগুলো অনেকটাই ফাঁকা হয়ে পড়ে। তবে বৃষ্টি উপেক্ষা করে অনেকেই ঈদ মার্কেটে ছুটতে দেখা গেছে।
শুক্রবার ভোর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয় এবং সঙ্গে বইছে দমকা হাওয়া। এর ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কয়েক দিনের তুলনায় ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি নেমে এসেছে। আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, রাজশাহী অঞ্চলে কালবৈশাখী মেঘ প্রবেশ করায় আবহাওয়া হঠাৎ বদলে গেছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বুধবার (১৯ মার্চ) রাজশাহীতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর বৃহস্পতিবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার বিকেল ৩টায় ২২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অর্থাৎ তাপমাত্রা হঠাৎ করে ১০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি নিচে নেমে এসেছে।
আবহাওয়া কর্মকর্তা রহিদুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার গুঁড়িগুঁড়ি বৃষ্টি পরিমাপযোগ্য ছিল না, তবে শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি আরও জানান, কালবৈশাখী মৌসুম শুরু হয়েছে এবং রাজশাহী অঞ্চলের ভেতর দিয়ে কালবৈশাখী মেঘ ভারতের অংশ থেকে প্রবেশ করছে। এর প্রভাবে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং আকাশে এখনও অনেক মেঘ রয়েছে, তাই শনিবারও (২২ মার্চ) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।