f
রাজশাহী

“রাজশাহীতে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে মানববন্ধন”

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর সাবেক মহাসচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংসদ প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কে অন্যায়ভাবে গ্রেফতার ও ফ্যাসিবাদের দোসর কর্তৃক দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী নগরীর জিরো পয়েন্টে এর আয়োজন করে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।

প্রকৌশলী শাহ‌রিন ইসলাম চৌধুরী তু‌হিন গত ২৯ এ‌প্রিল আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালত।

 

মানববন্ধনে বক্তারা বলেন প্রধান উপ‌দেষ্টার কার্যালয় থে‌কে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দেয়া সমস্ত মামলা প্রত‌্যাহার করে ক্লিন শিট দেওয়া হ‌য়ে‌ছে।

কিন্তু শাহ‌রিন ইসলাম চৌধুরী তু‌হিন এর ক্ষে‌ত্রে তা করা হয়নি। তারা তু‌হিন এর প্রতি দৃশ‌্যমান এই ন‌্যাক্কারজনক বৈষ‌ম্যের অবসান চান এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এ্যাব রাজশাহী বিভাগের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শিহাবুল ইসলাম। এছাড়াও প্রকৌশলী ইলিয়াস বিন-কাশেম, প্রকৌশলী কাজী সালেহ আহসান পলল, প্রকৌশলী মাহমুদুর রহমানসহ অন্যান্য প্রকৌশলী এবং জেলা সংগঠনের নেতা কর্মীরৃন্দ উপস্থিত ছিলেন ।

Back to top button