f
রাজশাহী

রাজশাহীতে ৫ কেজি হেরোইনসহ ২ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইন সহ মাদক কারবারি দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর সাড় ৬ টার দিকে উপজেলার সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়ে হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মোসাঃ নাজমা (৫৩) ও মোসাঃ তাহমিনা বেগম মিনু (৫৫) । মোসাঃ নাজমা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং মোসাঃ তাহমিনা বেগম মিনু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী।
আজ শনিবার রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের পশ্চিমপার্শ্বে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন-সহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে ভোর ০৬:১৫ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোসাঃ নাজমা ও মোসাঃ তাহমিনা বেগম মিনুকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

Back to top button