রাজশাহীর সাবেক কাউন্সিলর মাদক সহ গ্রেফতার


রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর ও ক্যাবল ব্যবসায়ী আল মামুনকে মাদকসহ গ্রেফতার করেছে র্যাব-৫। নেশাগ্রস্থ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় শুক্রবার( ৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর তালাইমাড়ি এলাকা হতে ইয়াবা ও গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
আল মামুন আটটি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। শনিবার র্যাবের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, শুক্রবার রাত সাড়ে নটার দিকে আল মামুন নেশাগ্রস্থ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এসে সড়ক বিভাজনে উঠিয়ে দেয়। এ সময় স্থানীয়রা গাড়িটি ঘিরে ধরে। ওই সময়
র্যাবের একটি টহল দল ঘটনাস্থলে এসে গাড়িটি তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, এক পুরিয়া গাঁজা এবং নগদ ত্রিশ হাজার টাকা সহ প্রাইভেট কারটি জব্দ করে। তার বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৮ টি সহ মাদক গ্রহনের মামলা রয়েছে।